Image Description

চৌদ্দ শতকের আজারবাইজানি কবিতা; ইমাদেদ্দিন নাসিমি

৳217 ৳290.00
Format Hardcover
Year 2024
Language Bangla
ISBN 978 984 20 0636-4
Edition First
Pages 112

সাইয়্যিদ ইমাদেদ্দিন নাসিমি আজারবাইজানের এক মরমী সাধক ও কবি। মতদ্বৈধ সত্ত্বেও তাঁর জন্ম ১৩৬৯ সালে বলে মনে করা হয়। বিংশ ও একবিংশ শতাব্দীতে এসে তাঁর কাব্য ধ্রুপদী সাহিত্যের মর্যাদা পেয়েছে। আর তিনি নিজে হয়ে উঠেছেন আজারবাইজানি সংস্কৃতি ও জাতীয় চেতনার প্রতীক। কালের প্রহার সহ্য করে তিনি ও তাঁর সৃষ্টি অধিষ্ঠিত হয়েছে স্বমহিমায়। সমকালীন অবজ্ঞা, অবহেলা ও বিরুদ্ধবাদীদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েও পরবর্তীতে তিনি হয়ে উঠেছেন স্বীয় জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর দ্যুতিময় প্রত্যাবর্তন আজারবাইজানের সীমানা ছাড়িয়ে আলোড়ন তুলেছে বিশ্বব্যাপী। এর প্রমাণ মেলে ইউনেস্কো কর্তৃক ১৯৭৩ সালে পৃথিবীব্যাপী নাসিমির ৬০০তম জন্মবার্ষিকী উদযাপন করার মাধ্যমে। আজারবাইজান ও মস্কোতে একযোগে এ অনুষ্ঠান পালিত হয়। তাতে পৃথিবীর নানা দেশ থেকে বহু প্রতিনিধি যোগ দেন। একই বছর একই উপলক্ষে ‘নাসিমি’ নামে আজারবাইজানি ভাষায় চলচ্চিত্রও নির্মিত হয়েছে। ২০১৭ সালের মে মাসে প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয়ে নাসিমির ৬০০তম মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ২০১৯ সালকে ‘নাসিমি বর্ষ' হিসেবে ঘোষণা করেছেন। ইমাদেদ্দিন নাসিমির মতো কালজয়ী এক মরমী কবিকে প্রথমবারের মতো বাংলাভাষাভাষী পাঠকদের কাছে উপস্থাপন ও তাঁর কবিতা বাংলা ভাষায় প্রকাশ করতে পেরে অ্যাডর্ন প্রকাশন কৃতার্থ ও গৌরব বোধ করছে। সঙ্গে সঙ্গে এ জন্য আনন্দ অনুভব করছি যে, চৌদ্দ শতকের এহেন এক কালজয়ী কবির কাব্যকে আমরা বাংলাভাষাভাষীদের সামনে আনতে পারলাম। আশা করি বাংলাদেশের পাঠক সমাজ ভিন্ন স্বাদের কবিতার সাধ পাবেন এই কাব্যে।

Muhammad Ohidul Alam / মুহাম্মদ ওহীদুল আলম

অনুবাদক মুহাম্মদ ওহীদুল আলম। জন্ম চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি ভাষা ও সাহিত্যে লেখাপড়া। যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তা ছিলেন। অবসরে অনুবাদকর্ম ও লেখালেখিতে নিমগ্ন। শিক্ষা-সাহিত্য-গবেষণা প্রতিষ্ঠান ‘কোর নলেজ ফাউন্ডেশন’-এর সাহিত্য পরিচালক। সম্পাদনা করেছেন লিটল ম্যাগাজিন কোর নলেজ ফাউন্ডেশন পত্রিকা। পারিবারিক জীবনে স্ত্রী ও চার কন্যাসন্তান। অনূদিত গ্রন্থের মধ্যে রয়েছে: ফেউড্রা, মূল: সেনেকা; আবদুল্লাহ্ আল-মামুন আল-সোহরাওয়ার্দি গ্রন্থিত দ্য সেয়িংস অব মুহাম্মদ-এর অনুবাদ অমিয় বাণী; দি ডাচেস অব মালফি, মূল: জন ওয়েবস্টার; পবিত্র মদীনার সচিত্র ইতিহাস, মূল: শেখ সফিউর রহমান মোবারকপুরী; ফাযায়েলে দোয়া, মূল: মুহাম্মদ আলী নকী খান ও আহমদ রেজা খান; আল্লাহর নবী (সা.)-এর শিশু কিশোর সাহাবা, মূল: শেখ সফিউর রহমান মোবারকপুরী, উড়াও চেতনার কেতন।